Friday, January 17, 2020

Ami Opar Hoye Boshe Achi Lyrics

Ami Opar Hoye Boshe Achi - Lalon Geeti ( লালনগীতি ) TunTun | Bangla Song | Folk Studio Bangla 2018 - Anusheh Anadil of Bangla Band Lyrics

Ami Opar Hoye Boshe Achi Lyrics

 
    Singer   Anusheh Anadil of Bangla Band

পারে লয়ে যাও আমায়।
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।।


Could Loy Me .
I am helpless, oh my goodness.
I was alone in the pier,
but he did not see the danger in the bin.
Neither my hymn
will ever go astray.
I heard the name
Pavit Pavan so Dei Dohai.
If you do not give up, you will tell the husband of Akul who is fond of
the name of speed .



0 Comments:

Popular Posts

loading...