Showing posts with label RabindraSangeet. Show all posts

Friday, January 17, 2020

Valobashi Valobashi Lyrics

ভালোবাসি ভালোবাসি || Bhalobasi Bhalobasi || Rabindra Sangeet || Singer - Anwesha - Anwesha Lyrics

Valobashi Valobashi Lyrics

Singer

 Anwesha

ভালোবাসি, ভালোবাসি-
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সূরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।


Love, love -
The flute playing in the far water near this tunnel.
In the sky the pain of the chest between his chest, the
black eye on the horizon floats in the water.
At that sun opened the embankment in the sea
and Atal wept.
The lyrics of the forgotten song, 
the weeping and laughing of the naive day.


Tumi Robe Nirobe Lyrics

Tumi Robe Nirobe | Rabindra Sangeet | Sanam - Sanam Puri Lyrics

Tumi Robe Nirobe Lyrics

Singer

 Sanam Puri

তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥


You are silent in the heart of silence in the silence of the heart.
Mum Life Youth Mam Akhil Bhuban
You will be filled with glory Nishitini.
I will be alone in the wake of the pain, while the area will be
covered by the ray.
Mum
Grieving Mum Successful dream will fill you with Saurabh Nishitini.


Tumi Kon Vangoner Pothe Lyrics

Tumi Kon Bhangoner Pathe | Lopamudra Ghosh | NEW SONG 2017 | HD VIDEO - Lopamudra Ghosh Lyrics

Tumi Kon Vangoner Pothe Lyrics

Singer

  Lopamudra Ghosh

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।।
আমি রাখব গেঁথে তারে রক্তমনির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।।
তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে-
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভুমি-’পরে।
নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান-
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে।।


What breakdown did you take to sleep
Blessed is that which is broken in me.
I will tie the wire to the blood vessel, in the
chest , and secretly in pain to relieve it.
You took the whip in the wick, the crumbs you gave to the spider - when it was
broken and the ground dropped.
Silent Tahari songs I know so your
donation - in return, he is in the tune of Falgun-hawa-hawa.


Tumi Kon Kanoner Ful Lyrics

Tumi Kon Kanoner Phool | Iman Chakraborty | Shwapnil Shojib | Rabindra Sangeet | Official Video - Iman Chakraborty and Shwapnil Shojib Lyrics

Tumi Kon Kanoner Ful Lyrics

Singer

Iman Chakraborty and Shwapnil Shojib
Music    Indrajit Dey, Shovan Ganguly

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা॥
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা॥
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা॥


You are the flower of which canon, which is the star of the sky .
Where did I see you dreaming?
I forgot when you sang, wanted to draw.
Only those stars that are awake in the mind.
You don't talk, you go away.
In the light of this moon you laugh.
I look forward to the moon in the bedroom , 
to the sweet soul, two stars that are as sharp as your eyes.


Tumi Ki Keboli Chobi Lyrics

TUMI KI KEBOL ECHOBI-RABINDRASANGEET-SRIKANTO ACHARYA. - Bratati Bandopadhyay Lyrics

Tumi Ki Keboli Chobi Lyrics

Singer  Bratati Bandopadhyay

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥


Are you just a picture, just writing in the pot?
That distant nebula
who has crowded the nest of the sky,
those who walk in the
light of the night, the astronauts, are the rabbi,
are you not true like them?
Alas, you are the only picture.
You are not in front of
Nayan , you have taken that place in the middle of Nayan - Aaji so
Shyam in Shyam, you are in blue.
I have found the perfect match in his heart.
Nahi knows, nobody knows -
tune in the song,
you
are the poet in the heart of the poet - no picture, no picture, no picture.



Tomar Khola Hawa Lyrics

Khola Hawa | Somlata & The Aces | Rabindra Sangeet | Somlata Acharyya Chowdhury - Somlata Acharyya Chowdhury Lyrics

Tomar Khola Hawa Lyrics

Singer

 Somlata Acharyya Chowdhury


তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥


Your open air is broken and
I'm ready to sink, I'm ready to sink.
In the morning I went to meet, go to the afternoon,
do not go back and date, do not tie and close to the cool.
In the middle of the night I wake up all night,
just playing with the waves.
I'll do it in the storm, don't be afraid to
give it to your eyebrows , Ogo, I'll survive the storm.


Shudhu Tomar Bani Noy Go Lyrics

Shudhu Tomar Bani-Rabindra Sangeet - Shaan Lyrics

Shudhu Tomar Bani Noy Go Lyrics

Singer

 Shaan

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥



just your word, O friend, my dear,
occasionally give life to you. Speak to you about the
exhaustion of all the way,
how to satisfy my thirst all day, that I cannot find direction
- full of Aadhaar.
The heart wants me to give, not just to take, but to
carry what he has stored up.
Hand it over, give it a go - I
'll catch it on the wire, on the cable, with it,
I'll walk the lonely path.



Sharthok Jonom Amar Lyrics

Sharthok Jonom Amar - Swastika Mukhopadhyay Lyrics

Sharthok Jonom Amar Lyrics

Singer Swastika Mukhopadhyay


স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে
স্বার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।।
জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।
কোন্‌ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।।


Selfish Births I was born in this country
selfish people , mothers, love you.
Do you know if you have a bow like a queen,
just know that my limbs come under your shadow.
Do you know which flower smells like a flower,
which moon ray ray moon laughs.
Your eyes first opened my eyes to match the
eye, leaving the light in the light at the end.


Shokatore Oi Kadiche Shokole Lyrics

SOKATORE VIDEO SONG | RABINDRASANGEET | POSTO | BENGALI FILM 2017 - posto Lyrics

Shokatore Oi Kadiche Shokole Lyrics
Singer posto
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।


Weeping That Morning Everyone, Listen Father.
Say hello to your ear, listen to the goodness of your life.
There is little hope of living, always thinking.
Anything that gets lost, doesn't mean comfort.
Dise dise katare go-around happiness
mirage in the desert to handle ..
At dusk, dusk comes, it comes in the evening
- weep, then weird, mind, trembling.
What will happen, world president, where there is peace -
give you, give hope, come to you.


Shangon Gogone Lyrics

Sawan Gagane Ghor Ghanaghata | Lopamudra Ghosh | New Song | HD VIDEO 2019 - Lopamudra Ghosh Lyrics

Shangon Gogone Lyrics

Singer

  Lopamudra Ghosh
Music
 Shourya(Pintu)
GhatakSitar : Rahul Chatterjee
Tabla - Prabeer Chatterjee
Flute - Bubai Nandi

শাঙন গগনে ঘোর ঘনঘটা,নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ।
ঘন ঘন রিমঝিম রিমঝিম রিমঝিম বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুন রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।


Shannon Gogon
Hour, Nishithjamini Ray.
Abla Kamini Ray will go to Kunjpath, Sakhi, Kais.
In the mad pavana, Jamuna is shivering, frequently roaring meh.
Flamboyant lightning, paved paths, trembling body.
Frequent Rimzhim Rimzhim Rimzhim is a quiet place.
In the shawl-piyal rhythm, the close-knit kunj kah re sajani
, in this distress
kunge harsh banshee kahn made sakrun radha name.
Beautifully made, at the maximum rate, the staircase lag de valle.
Urhi Binhilit Lol Chikur Mum Damh Champhamalay.
Go to Jewel Rayon, Bala, Knollishorek side.
Frequently, many fear will be found in the gorge, say, Vanu Taw Das.


Purano Sei Diner Kotha Lyrics

Purano Sei diner Kotha পুরানো সেই দিনের কথা Rabindra Sangeet video Song | Saswati |Neel |Kunal | - Saswati Bhattacharya Lyrics

Purano Sei Diner Kotha Lyrics
Singer Saswati Bhattacharya

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়।।


Forget about the old days, what about
the eyes and the sight of the eyes, the life of the soul, can he forget the
income and the income of the one-time
rakha, the income of the soul, the happiness of happiness, when the life will be added.
Mora picked up flowers at dawn, danced and danced -
played the flute on the floor of Bakul.
Oh, the separation between, a kothaya gelema
meet again, confident, middle income soul ..


Pagla Hawar Badol Dine Lyrics

Pagla hawar badal deene - Shreya Ghoshal, Nachiketa Chakraborty Lyrics


Singer  Shreya Ghoshal, Nachiketa Chakraborty


পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে।।
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।


Crazy on a cloudy day,
my mind wakes up.
There is no way out of the circle where
there is no ray .
In the face of the room, no matter what day he
will not go back, he will not go - the
walls are broken.
On a rain-
soaked evening, I was chanting a ballram in my dreams, dancing and drunk
.
I do not want
what I want , I do not want to get anything.
I can't get it, I don't get it
.


Mor Vabonare Ki Haway Lyrics

Mor Bhabonare with lyrics | Saptarshi Mukherjee | Sahana Bajpei | HD Song - Saptarshi Mukherjee/Sahana Bajpei Lyrics

Mor Vabonare Ki Haway Lyrics
Singer Saptarshi Mukherjee/Sahana Bajpei
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিততারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥


Drinking in the breeze to think more,
The mind is full of joy.
The heart burns in a thick cloud of fresh
freshness.
Tahare I do not see that,
just think of the period the period had heard
bad alakhitatari feet
runurunu nupuradhbani runurunu.
Nebil
Neilima, the untrained achilles who has been hiding in a secret dream.
Badal was flying in the air
, his shadowy locks in the sky came.
The heart she gave her mind was in the
distant aroma of water-soaked ketaki.


O Amar Desher Mati Lyrics

O Amar Desher Mati | Sarmita Dutta Biswas | Rabindra Sangeet - Sarmita Dutta Biswas Lyrics

O Amar Desher Mati Lyrics
Singer Sarmita Dutta Biswas
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরেখেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে-
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥


and the soil of my country, your ' backward head.
You are the world leader, you are the world leader.
You blend in with your body,
you blend in with
your heart, your shimmering soft statue.
Ogo mother, I was born in your lap, death is in your chest.
Your 'joy in my sadness.
You put food in your mouth,
you add to the cool water,
you are the mother of all.
O mother, you have eaten many, many mothers -
yet you know what or who gave you the mother! I was born in
vain,
I spent the day in the house -
you gave me strength in vain.


Mone Robe Kina Robe Amare Lyrics

Mone Robe Kina Robe by Alka & Babul Rabindra Sangeet) - Alka & Babul Lyrics


Singer Alka & Babul

মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারনে গানগাই।।
চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই-
তাই অকারনে গান গাই।।
ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে-
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই-
তাই অকারনে গান গাই।।


Robbie Amare Robbie Amare
He did not remember me.
Moments later, I came to the door, unmistakably singing.
Let me go, as long as I'm on the way, if I come near to
see the smiles of the happy happiness of your face - that's
why I sing.
The flowers of the phagun fall off at the end of the phagunya - the
momentary fist turns full , and nothing is known.
Give away, the light will fade, the music will be
full , the bean will stop, as long as you do not fill in the valetai of the game -
so sing it unnecessarily.


Momo Chitte Niti Nritte Lyrics

Mamo Chittey ( Full Audio Song) | Shikari | Arijit Singh | Latest Bengali song 2016 - Arijit Singh Lyrics

Momo Chitte Niti Nritte Lyrics
Singer Arijit Singh
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।
নাচে জন্ম, নাচে মৃত্যুপাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ-
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।


Mam Chitte Niti Dance Who Dance That
Tatha Thaithi, Tata Thaithi, Tata Thaithi.
What with the date, at the worst of
times, tata thathi, tata thathi, tata thathi.
The laughter of laughter is
good in diamonds, in the rhythm of the good and in the rhythm of the good.
Born to dance, dancing to death
, Tata Thaithi, Tata Thaithi, Tata Thaithi.
What joy, what joy, what joy,
day and night dance release, dance off -
he could get vacation in the waves
, Tata Thaithi, Tata Thaithi, Tata Thaithi.


Majhe Majhe Lyrics

Majhe Majhe Tobo Dekha Pai by Borno Chakroborty | Rabindra Sangeet | Rabindra Fusion - 1 | - Borno Chakroborty Lyrics

Majhe Majhe Lyrics
Singer Borno Chakroborty
Music Borno Chakroborty
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া-পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে- দয়া না করিলে কে পারে-
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
ওহে তুমি যদি বল এখনি করিব বিষয় বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
দিব তোমার লাগি বিষয়- বাসনা বিসর্জন।


Occasionally I see why, I do not get it forever.
Why does the cloud come into the heart of the sky, not let you see?
Mohameghe does not let you see.
Blind, don't let you see.
Whenever you see the light of
the moment, you are always afraid to lose it, lose
it in the dust or lose it in the dust
.
What do you tell me, I will keep you in the drawing,
where can I find so much love, I will keep you in my heart.
Who can
do it if you can not do it without mercy - if you do not come, you can put it in your heart.
And I will not look at anyone else, and I will do it oh my life oh
if you tell me right now the desire is to abstain.
Div Shri Charan Subject - Div Occasionally Subject - Div
Your Subject Matter - Abandonment of Desire.


Kotobar Vebechinu Lyrics

Kotobaro Bhebechinu Lyrical | Babul Supriyo | Rabindrasangeet - Babul Supriyo Lyrics

Kotobar Vebechinu Lyrics
Singer Babul Supriyo

কতবার ভেবেছিনুআপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি-
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।


How many times you think you
will forget your heart and open your eyes.
When caught on foot
, Kahib Prakash secretly loved you, Sakha, how much I love.
Where are you the god of heaven, how can
you talk about love?
I think far away in the heart of the thought of being
alone forever - no one
will know Moore's deep romance, no one
will see my tears.
When you come to clean today,
how much do you love the light?


Kothao Amar Hariye Jawar Lyrics

Kothao Amar Hariye Jaoyar Nei Mana | Indranil Sen | Bengali Songs Rabindra Sangeet | Atlantis Music - Indranil Sen Lyrics

Kothao Amar Hariye Jawar Lyrics

Singer

 Indranil Sen

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার-
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসেদূর দিশে-
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।


Somewhere in my mind I don't mind being lost.
The tone of the melody of the song I think I think.
Tepantarer straits peroi form of words,
the way to take away the whist-forgotten kathara
parulabanera campare know my heart is ..
When the sun falls slowly, I raise the sky and the sky to the cloud.
In the
foam of the Seven Seas, I remember going to Vesedur in the direction of the foam -
the closed door of the fairy country.



Kichu Bolbo Bole Eshechilem Lyrics

Kichu Bolbo Bole Esechhilem - Srabani Sen, Saheb Lyrics

Kichu Bolbo Bole Eshechilem Lyrics
Singer Srabani Sen, Saheb
কিছু বলব ব'লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব'লে॥
দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে॥
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে॥


Something to say I came,
not to say Renu .
In the open air, I saw the garland in my mind,
Gao Gun Gunjaria took a liar.
The whole sky
was looking at you in the dark.
The cloud-streaked light came in black-gray,
cloud-like clouds glistening in the gentle breeze.


Popular Posts

loading...