Showing posts with label Lalon Geeti. Show all posts

Friday, January 17, 2020

Shomoy Gele Shadhon Hobe Na Lyrics

SHOMOY GELE SHADHON HOBENA - TAPOSH & FRIENDS : ROBI YONDER MUSIC WIND OF CHANGE [ PS:02 ] - TAPOSH Lyrics

Shomoy Gele Shadhon Hobe Na Lyrics

Singer   TAPOSH

সময় গেলে সাধন হবে না..
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে..
সময় গেলে সাধন হবে না..
অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডোমো রয় না..
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না...


Do not know when the time will come .. Do
not know why the pursuit of religion during the day, why
you do not know
when the time will not be accomplished, do not
know when the mind is not in the canal, what will happen when the
water is dry,
and when the
mouth is dry.
if you do not have time to accomplish ..
untimely death kheite agricultural justification false Michira
tree does not bear fruit if the seeds out
it does not bear fruit,
the time will not produce the
new moons, full moon is the
great day dawned joining
Lalo says the same The second
danadomo not Roy ..
time will not be made in the
days to accomplish and why religion does not know
why you do not know
the time when you do not have sadhona ...


Ami Opar Hoye Boshe Achi Lyrics

Ami Opar Hoye Boshe Achi - Lalon Geeti ( লালনগীতি ) TunTun | Bangla Song | Folk Studio Bangla 2018 - Anusheh Anadil of Bangla Band Lyrics

Ami Opar Hoye Boshe Achi Lyrics

 
    Singer   Anusheh Anadil of Bangla Band

পারে লয়ে যাও আমায়।
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।।


Could Loy Me .
I am helpless, oh my goodness.
I was alone in the pier,
but he did not see the danger in the bin.
Neither my hymn
will ever go astray.
I heard the name
Pavit Pavan so Dei Dohai.
If you do not give up, you will tell the husband of Akul who is fond of
the name of speed .



Khachar Bhitor Ochin Pakhi Lyrics

Khachar Bhitor Ochin Pakhi (Lalon Shah) - Bassbaba Sumon Featuring Ishtiaque - Sheikh Ishtiaque (Cry My Name) Lyrics

Khachar Bhitor Ochin Pakhi Lyrics

Singer     Sheikh Ishtiaque (Cry My Name)

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়..
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়...


cage unknown bird
you expect to come ..
wire catch up collars
used on birds.
Eight knobs of nine door flour
in the breeze in the middle of the headroom mirror
above it
.
If the forehead is not returned,
such a use of the bird
breaks the cage and escapes to some area of ​​the bird .
Mind you come to the Royal Cage, the
cage that
will fall on your raw bamboo
someday.


Jaat Gelo Lyrics

JAAT GELO JAAT GELO BOLE | LALON SHAH | FAKIRI (ফকিরি) - Subrata Pramanik Lyrics

Jaat Gelo Lyrics

Singer Subrata Pramanik
Singer    STUDIO PROMIX
Music Krishnendu Mandal

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না…
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…


born was born was the
same factory in wonderland
true work is no agreed
they see not, do not ...
coming days what varieties were
they what you're born If
what varieties will go when
he's thinking say ...
Brahmin Chandals Tanner pot
same all waters that are scheduled to go
to see the taste is not heard
yame not leave anyone ...
secretly prostitute eat rice that
the religion of what is
to cherish what is the breed that
he could not even round ...
born was born to be the
same in a wonderland The factory…


Barir Pashe Arshi Nagar Lyrics

Barir Pashe Arshi Nagar | Where Inner-Self Meets The Higher-Self | by Invisible Blade ft. Saikat - Saikat Bandhopadhaya Lyrics

Barir Pashe Arshi Nagar Lyrics

Singer   Saikat Bandhopadhaya

বাড়ির কাছে আরশীনগর
সেথায় এক পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।।
কি বলব সে পড়শীর কথা,
হস্তপদ স্কন্ধ-মাথা নাইরে
ক্ষণেক ভাসে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
মাঝে লক্ষ যোজন ফাঁক রে।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।


A resident of Arshinagar,
near the house,
I did not see him in a single day.
Garam
could not swim without rising water ,
and I would like to see how
he went to the village.
What should he say about the neighbor, his
hands on the shoulders and the head nire momentarily floats
on the
floor on the floor.
If the neighbor touches me, as
far as all the yam goes ,
he and Lalan
have a million yojana gap ray in
between.
I did not see him in a single day.


Popular Posts

loading...