Friday, January 17, 2020

Amar Hiyar Majhe Lyrics

Amar Hiyar Majhe| Rabindra Sangeet | Madhurima Sen - Madhurima Sen Lyrics

Amar Hiyar Majhe Lyrics
Singer Madhurima Sen
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥


I could not see if I was hiding in my heart,
did not see you.
I got my eyes on the outside, I didn't want my heart. You were
all my love and all the hurt
you were hoping for, I didn't go to you.
You were more than happy to forget about my game
, so spent the day. You have
sung the secret song of my grief in deep life
, I did not sing your song.


0 Comments:

Popular Posts

loading...