Friday, January 17, 2020

Amar Poran Jaha Chay Lyrics

Amaro Porano Jaha Chay Tumi Tai Tumi Tai Go.... - Porshi Lyrics

Amar Poran Jaha Chay Lyrics
Singer Porshi
আমার পরাণ যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো।।


My Accession Whatever
You Want , So You Go.
There is nothing else in this world except you
, nothing.
If you do not find happiness,
go in search of happiness -
I have found you in my heart,
and do not want anything.
I am against you Rahib Bilan, I will make
you live
long day long Rajni,
long rainy month.
If you love others,
if
you do not come back, then whatever you want, you can get it,
as much as I regret.


0 Comments:

Popular Posts

loading...