Amar Sonar Bangla Lyrics
Amar Shonar Bangla (Rabindra Sangeet) | Nirbashito | Churni Ganguly | Raima Sen | Saswata Chatterjee - Sraboni Sen Lyrics
Singer | Sraboni Sen |
Singer | Raja Narayan Deb |
Music | Raja Narayan Deb |
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমারকানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।
My golden Bengali,
I love you.
Your skies,
your air, the
flute playing in my life forever .
And mother,
phagune fragrance
aroma crazy,
die Oh Re
and mother,
aghrane your full field,
I saw the sweet smile ..
What beauty, what shades,
what affection, what kind of love -
what a bed is at the base
of the boat , the
river is cool .
Mother, the word of your mouth
sounds
like a charm, my dear
, oh
my dear, your body is dirty
and mother,
I am floating in the water.
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমারকানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে
ও মা,
আমি নয়ন জলে ভাসি।।
My golden Bengali,
I love you.
Your skies,
your air, the
flute playing in my life forever .
And mother,
phagune fragrance
aroma crazy,
die Oh Re
and mother,
aghrane your full field,
I saw the sweet smile ..
What beauty, what shades,
what affection, what kind of love -
what a bed is at the base
of the boat , the
river is cool .
Mother, the word of your mouth
sounds
like a charm, my dear
, oh
my dear, your body is dirty
and mother,
I am floating in the water.
0 Comments: