Friday, January 17, 2020

Barir Pashe Arshi Nagar Lyrics

Barir Pashe Arshi Nagar | Where Inner-Self Meets The Higher-Self | by Invisible Blade ft. Saikat - Saikat Bandhopadhaya Lyrics

Barir Pashe Arshi Nagar Lyrics

Singer   Saikat Bandhopadhaya

বাড়ির কাছে আরশীনগর
সেথায় এক পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।।
কি বলব সে পড়শীর কথা,
হস্তপদ স্কন্ধ-মাথা নাইরে
ক্ষণেক ভাসে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
মাঝে লক্ষ যোজন ফাঁক রে।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।


A resident of Arshinagar,
near the house,
I did not see him in a single day.
Garam
could not swim without rising water ,
and I would like to see how
he went to the village.
What should he say about the neighbor, his
hands on the shoulders and the head nire momentarily floats
on the
floor on the floor.
If the neighbor touches me, as
far as all the yam goes ,
he and Lalan
have a million yojana gap ray in
between.
I did not see him in a single day.


0 Comments:

Popular Posts

loading...