Friday, January 17, 2020

Tumi Sundor Tai Cheye Thaki Lyrics

Tumi Sundar Tai Cheye Thaki--Satinath Mukhopadhyay (1959) - Satinath Mukhopadhyay Lyrics


Singer   Satinath Mukhopadhyay


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।


Do you want to be beautiful, dear
Seki More?
Harea crying on the
moon does not say chakorini or some moon.
If I say 'than', if the flower does not say flower, 
then it is not my wrong
cloud Harry 'Jhure' chatakini cloud or protest.
He knows he will not be in the sun, but
he is happy to see his god rather than seeing a foolish sunshine .
I've got your look on Harry , 
this is Ogo, beautiful.
Give it to the soil, 
O sweetheart,
that is the motto of More Nayan.


0 Comments:

Popular Posts

loading...