Aji Bangladesher Hridoy Hote
Aaji Bangladesher hridoy hote ( আজি বাংলাদেশের হৃদয় হতে ) | Sarmita | Ayan | Stage Performance - Sarmita, Ayan Lyrics
Singer | Sarmita, Ayan |
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী-
তোমার অভয় বাজেহৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
Aaji from the heart of Bangladesh When you
are out in this form of motherhood!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
In the right hand your sword is burning, left hand is shankarana,
smile of affection in two new, lantern fire.
Ogo mother, what idi you see today!
Your door has been opened at the golden temple.
The
sunshine hides in the clouds of your liberation, the sunshine rays on your sky!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
When I did not want to face disrespect I thought the sad mother
is alone in the broken room, sad to know Nike limit.
Where she's your poor, where she's your dirty smile-
Today the sky was spread across the sky!
Ogo mother, what idi you see today!
Your door has been opened at the golden temple.
Today, on the night of sorrow, float in the stream of happiness -
your heartbreaking heartbreak!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী-
তোমার অভয় বাজেহৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
Aaji from the heart of Bangladesh When you
are out in this form of motherhood!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
In the right hand your sword is burning, left hand is shankarana,
smile of affection in two new, lantern fire.
Ogo mother, what idi you see today!
Your door has been opened at the golden temple.
The
sunshine hides in the clouds of your liberation, the sunshine rays on your sky!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
When I did not want to face disrespect I thought the sad mother
is alone in the broken room, sad to know Nike limit.
Where she's your poor, where she's your dirty smile-
Today the sky was spread across the sky!
Ogo mother, what idi you see today!
Your door has been opened at the golden temple.
Today, on the night of sorrow, float in the stream of happiness -
your heartbreaking heartbreak!
Ogo mother, do not see you back!
Your door has been opened at the golden temple.
0 Comments: