Mor Vabonare Ki Haway Lyrics
Mor Bhabonare with lyrics | Saptarshi Mukherjee | Sahana Bajpei | HD Song - Saptarshi Mukherjee/Sahana Bajpei Lyrics
Singer | Saptarshi Mukherjee/Sahana Bajpei |
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিততারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
Drinking in the breeze to think more,
The mind is full of joy.
The heart burns in a thick cloud of fresh
freshness.
Tahare I do not see that,
just think of the period the period had heard
bad alakhitatari feet
runurunu nupuradhbani runurunu.
Nebil
Neilima, the untrained achilles who has been hiding in a secret dream.
Badal was flying in the air
, his shadowy locks in the sky came.
The heart she gave her mind was in the
distant aroma of water-soaked ketaki.
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিততারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
Drinking in the breeze to think more,
The mind is full of joy.
The heart burns in a thick cloud of fresh
freshness.
Tahare I do not see that,
just think of the period the period had heard
bad alakhitatari feet
runurunu nupuradhbani runurunu.
Nebil
Neilima, the untrained achilles who has been hiding in a secret dream.
Badal was flying in the air
, his shadowy locks in the sky came.
The heart she gave her mind was in the
distant aroma of water-soaked ketaki.
0 Comments: