Kandari Hushiar Lyrics
Kandari Hushiyar | kazi nazrul islam | Bengali poem | Fahim | Grand Finale | Serader sera 2016 - Mohammad Fahim Lyrics
Singer | Mohammad Fahim |
দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী,দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ
দুলিতেছে তরী, ফুলিতেছে জল,কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
Passenger lounges, Kantar desert,
Passengers will be alert during night breaks.
The trumpet is blowing, the water is swollen, forgetting the middle way,
sprinkling the pal, who will hold the light, who has the courage?
Who are you to be young forward is the future.
The storm is heavy, you have to pay, you have to cross the border.
The helpless nation is
dying , do not know that the birth of Kandari will see your mother's liberation today.
Hindu or they are Muslim, who asked?
The tender ball sank the man, the child's mother.
Those who have sung on the gallows of life, who have come
and disappeared in life , will offer any sacrifice
today, test the nation or the nation.
The trumpet, the water is swollen, cautious! Passengers will be alert at night
, on the rugged ridge, in the desert, in the distance.
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী,দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ
দুলিতেছে তরী, ফুলিতেছে জল,কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
Passenger lounges, Kantar desert,
Passengers will be alert during night breaks.
The trumpet is blowing, the water is swollen, forgetting the middle way,
sprinkling the pal, who will hold the light, who has the courage?
Who are you to be young forward is the future.
The storm is heavy, you have to pay, you have to cross the border.
The helpless nation is
dying , do not know that the birth of Kandari will see your mother's liberation today.
Hindu or they are Muslim, who asked?
The tender ball sank the man, the child's mother.
Those who have sung on the gallows of life, who have come
and disappeared in life , will offer any sacrifice
today, test the nation or the nation.
The trumpet, the water is swollen, cautious! Passengers will be alert at night
, on the rugged ridge, in the desert, in the distance.
0 Comments: