Esho Amar Ghore Lyrics
eso aamar ghare || Tanaya || Rabindra Sangeet - Tanaya Lyrics
Singer | Tanaya |
এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসে আমার ঘরে॥
দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে-
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের পরে॥
Come to my house.
Come on out of your heart.
Come to Arun-light with open
eyes in this dream .
From the glow of the moment came the eternal floor to my house.
Come in the throes of grief, come to the throes of life.
There was a message of hope in the fogunbatas in
the wilderness of the forest - this
time the flowering form of flowers came after the book.
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসে আমার ঘরে॥
দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে-
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের পরে॥
Come to my house.
Come on out of your heart.
Come to Arun-light with open
eyes in this dream .
From the glow of the moment came the eternal floor to my house.
Come in the throes of grief, come to the throes of life.
There was a message of hope in the fogunbatas in
the wilderness of the forest - this
time the flowering form of flowers came after the book.
0 Comments: