Fagun Haway Haway Lyrics
Phagun Haoyay Haoyay ফাগুন হাওয়ায় হাওয়ায় | Bhalobashar Bari | Rituparna | Rabindra Sangeet |Jayati - Jayati Chakraborty & Dipanwita Choudhury Lyrics
Singer | Jayati Chakraborty & Dipanwita Choudhury |
Singer | Santanu Basu |
Music | Santanu Basu |
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥
How I Donated in the Wind -
Your Donation in the
Wind - My Life in My Life
Your asoke kinsuke
unseen nothing I happily began to color,
you dole jhauyera
marmariya became my duhkharatera song.
In the
evening of your full moon, your mind is at the crossroads of the silver lake.
Your butterfly fan
is the colorful, dream-mask of my sky-seeking fascinated eyes.
By the light of your moon
all my sorrows are over.
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥
How I Donated in the Wind -
Your Donation in the
Wind - My Life in My Life
Your asoke kinsuke
unseen nothing I happily began to color,
you dole jhauyera
marmariya became my duhkharatera song.
In the
evening of your full moon, your mind is at the crossroads of the silver lake.
Your butterfly fan
is the colorful, dream-mask of my sky-seeking fascinated eyes.
By the light of your moon
all my sorrows are over.
0 Comments: