Friday, January 17, 2020

Jete Jete Ekla Pothe Lyrics

Jete Jete Ekla Pothe-Rabindra Sangeet - Shaan Lyrics

 Jete Jete Ekla Pothe Lyrics
Singer Shaan
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথি।
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি।
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন্ পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি।


to go the way of isolation
nibeche my lamp.
The storm has come, oh, this time the
storm is in Pelham. Laughing momentarily
at the corners of the sky
, the
tempest has overwhelmed my head
.
If I had
forgotten the path I had to go through , I
would have to go somewhere in the
dark again .
Understand or
when the message of this new way of lightning , who will
go to Puri, but
it will be morning.


0 Comments:

Popular Posts

loading...