Purano Sei Diner Kotha Lyrics
Purano Sei diner Kotha পুরানো সেই দিনের কথা Rabindra Sangeet video Song | Saswati |Neel |Kunal | - Saswati Bhattacharya Lyrics
Singer | Saswati Bhattacharya |
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়।।
Forget about the old days, what about
the eyes and the sight of the eyes, the life of the soul, can he forget the
income and the income of the one-time
rakha, the income of the soul, the happiness of happiness, when the life will be added.
Mora picked up flowers at dawn, danced and danced -
played the flute on the floor of Bakul.
Oh, the separation between, a kothaya gelema
meet again, confident, middle income soul ..
0 Comments: