Friday, January 17, 2020

Har-Mana Har Porabo Tomar Gole Lyrics

হার মানা হার পরাবো তোমার গলে | Har mana har porabo tomar gola | Rabindra Sangeet - Source : Star Jalsha Lyrics


Singer Source : Star Jalsha

হার-মানা হার পরাব তোমার গলে।
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে অভিমান,
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষান তখন গলিবে নয়নজলে।
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
পরম মরণ লভিব চরণতলে।


Defeat
Your Defeat
How far Rob is on his ball.
I know I would be swept away by pride,
intense pain soul shall fly,
zero Here bamsite will sound music,
pasana nayanajale the galibe.
Hundreds of groups will open in
secret and honey will not be hidden forever.
Akash juria need someone to draw,
outside the room, I
will call silently, nothing will be heard that day , nothing will be left to
die.


0 Comments:

Popular Posts

loading...