Jokhon Porbe Na Mor Lyrics
Jawkhon Porbena Mor | Shah Jahan Regency | Rabindranath Tagore | Rupankar | Indraadip | Srijit | SVF - Rupankar Bagchi Lyrics
Singer | Rupankar Bagchi |
Music | Indraadip Das Gupta Guitar: Joy Sengupta |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
When
No More Footprints Will Be In This Butt , I Will Not Buy The Book Of Mor In The Gate, Will
Sell It , Eliminate The
Go,
Delete The Lena Dena, The Anagona In This Hut -
When I Remember Naiba , The
Stars Naiba asked me to ask.
When the dust drips on the wires, the
thorns will rise at the doorsteps, oh, the
flower garden will be covered with dense grass, the
shawls will come around the daghees -
then I will remember Naiba , or ask me to ask for
stars.
Then the flute will play like that,
spend the day , spend the day, spend the day as today , ah, the day of eating
at the ghat will be filled that day.
The shepherd will play in that field.
Then I remember Naiba,
Naiba calls me to ask for the stars.
Who says then I am not in the morning.
In all sports I will play this game -
ah, call me new name, bind new arm - door
,
I will come forever.
Then I remember Naiba,
Naiba calls me to ask for the stars.
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
When
No More Footprints Will Be In This Butt , I Will Not Buy The Book Of Mor In The Gate, Will
Sell It , Eliminate The
Go,
Delete The Lena Dena, The Anagona In This Hut -
When I Remember Naiba , The
Stars Naiba asked me to ask.
When the dust drips on the wires, the
thorns will rise at the doorsteps, oh, the
flower garden will be covered with dense grass, the
shawls will come around the daghees -
then I will remember Naiba , or ask me to ask for
stars.
Then the flute will play like that,
spend the day , spend the day, spend the day as today , ah, the day of eating
at the ghat will be filled that day.
The shepherd will play in that field.
Then I remember Naiba,
Naiba calls me to ask for the stars.
Who says then I am not in the morning.
In all sports I will play this game -
ah, call me new name, bind new arm - door
,
I will come forever.
Then I remember Naiba,
Naiba calls me to ask for the stars.
0 Comments: