Shawono Raate Jodi Lyrics
Shaono Raate Jodi - Raghab Chattopadhyay Lyrics
Singer | Raghab Chattopadhyay |
শাওন-রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ-স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর-বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
If Shawn comes to mind at night, it rains
outside, and it rains.
Bhulio Smriti Mum, Nishith-Swapan Sam-
ekla mala felio path '.
Jubilee puvali bayan jewelers in the far-forest, Rahibi demand
'you alone.
Birahi kuhu-keka gahibe neap-branch on the
Jamuna-river will hear who calls.
The lightning flame will look for you,
if you love, I will draw you in two hands if the cow is full of water.
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ-স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর-বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
If Shawn comes to mind at night, it rains
outside, and it rains.
Bhulio Smriti Mum, Nishith-Swapan Sam-
ekla mala felio path '.
Jubilee puvali bayan jewelers in the far-forest, Rahibi demand
'you alone.
Birahi kuhu-keka gahibe neap-branch on the
Jamuna-river will hear who calls.
The lightning flame will look for you,
if you love, I will draw you in two hands if the cow is full of water.
0 Comments: