Valobashi Valobashi Lyrics
ভালোবাসি ভালোবাসি || Bhalobasi Bhalobasi || Rabindra Sangeet || Singer - Anwesha - Anwesha Lyrics
Singer | Anwesha |
ভালোবাসি, ভালোবাসি-
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সূরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।
Love, love -
The flute playing in the far water near this tunnel.
In the sky the pain of the chest between his chest, the
black eye on the horizon floats in the water.
At that sun opened the embankment in the sea
and Atal wept.
The lyrics of the forgotten song,
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সূরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।
Love, love -
The flute playing in the far water near this tunnel.
In the sky the pain of the chest between his chest, the
black eye on the horizon floats in the water.
At that sun opened the embankment in the sea
and Atal wept.
The lyrics of the forgotten song,
the weeping and laughing of the naive day.
0 Comments: