Friday, January 17, 2020

Badol Diner Prothom Kodom Ful Lyrics

Badal Diner Pratham Kadam Phul Hemanta Mukherjee 1980 - Hemanta Mukherjee Lyrics


Singer Hemanta Mukherjee


বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥


The first step of a bad day is to donate,
I'm here to give a listen. This is the first gold paddy in my tune field,
covered in darkness in the shadow of the cloud
.
If you bring it today, it may not be time-consuming
that your flower stalks.
This song will return to the
flood of surprises at my hearing and
will be honored by Tarni Bahi.


0 Comments:

Popular Posts

loading...