Karar Oi Louho Kopat Lyrics
Karar Oi Louho Kopat | Full Video | Debona Bhulite | Shovan , Timir , Iman , Kinjal , Tirtha - Shovan Ganguly Lyrics
Singer | Shovan Ganguly |
Music | Tunai Debashish Ganguly, Ashish |
কারার ঐ লৌহ-কপাট
ভেঙ্গে ফেল্ কর্ রে লোপাট রক্ত-জমাট
শিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান
উঠুক প্রাচীর প্রাচীর ভেদি’।।
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী-
শিখায় এ হীন্ তথ্য কে রে?
ওরে ও পাগ্লা ভোলা, দেরে দে প্রলয়-দোলা গারদগুলা
জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।
মার্ হাঁক হায়দরী হাঁক্ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন-পানে।।
নাচে ঐ কাল-বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
লাথি মার, ভাঙ্রে তালা! যত সব বন্দী-শালায়-
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি।।
Iron
Laptop Core Ray Lopat Blood-clot
Chain-altar!
Oh and young Ishan!
Baja your delirium! Destruction of
artificial wall to wall altar '.
Play Gazan music!
Who owns Who is he king Who gives
free-independent truth?
Ha ha ha get that laugh, god damn hanging? Sarbanasi
flames hin information on who cares?
Ore and Pagla Bhola, Deer de Prayla-Dola Gardagula jerks and jerks.
Maar dhak haidri hawk on shoulders and dunduvi dhak dak oar dak dak calls
death to life.
Dancing those kal-boshekhi, what is katabi kal bo?
De Rey sees Bhima Kara's that foundation pulse '.
Kick, lock in the break! All the prisoners - in the
fire - the burning, the burning of the fire, the fall of the hill.
ভেঙ্গে ফেল্ কর্ রে লোপাট রক্ত-জমাট
শিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান
উঠুক প্রাচীর প্রাচীর ভেদি’।।
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী-
শিখায় এ হীন্ তথ্য কে রে?
ওরে ও পাগ্লা ভোলা, দেরে দে প্রলয়-দোলা গারদগুলা
জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।
মার্ হাঁক হায়দরী হাঁক্ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন-পানে।।
নাচে ঐ কাল-বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
লাথি মার, ভাঙ্রে তালা! যত সব বন্দী-শালায়-
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি।।
Iron
Laptop Core Ray Lopat Blood-clot
Chain-altar!
Oh and young Ishan!
Baja your delirium! Destruction of
artificial wall to wall altar '.
Play Gazan music!
Who owns Who is he king Who gives
free-independent truth?
Ha ha ha get that laugh, god damn hanging? Sarbanasi
flames hin information on who cares?
Ore and Pagla Bhola, Deer de Prayla-Dola Gardagula jerks and jerks.
Maar dhak haidri hawk on shoulders and dunduvi dhak dak oar dak dak calls
death to life.
Dancing those kal-boshekhi, what is katabi kal bo?
De Rey sees Bhima Kara's that foundation pulse '.
Kick, lock in the break! All the prisoners - in the
fire - the burning, the burning of the fire, the fall of the hill.
0 Comments: