Friday, January 17, 2020

Kichu Bolbo Bole Eshechilem Lyrics

Kichu Bolbo Bole Esechhilem - Srabani Sen, Saheb Lyrics

Kichu Bolbo Bole Eshechilem Lyrics
Singer Srabani Sen, Saheb
কিছু বলব ব'লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব'লে॥
দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে॥
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে॥


Something to say I came,
not to say Renu .
In the open air, I saw the garland in my mind,
Gao Gun Gunjaria took a liar.
The whole sky
was looking at you in the dark.
The cloud-streaked light came in black-gray,
cloud-like clouds glistening in the gentle breeze.


0 Comments:

Popular Posts

loading...