Friday, January 17, 2020

Kothao Amar Hariye Jawar Lyrics

Kothao Amar Hariye Jaoyar Nei Mana | Indranil Sen | Bengali Songs Rabindra Sangeet | Atlantis Music - Indranil Sen Lyrics

Kothao Amar Hariye Jawar Lyrics

Singer

 Indranil Sen

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার-
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসেদূর দিশে-
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।


Somewhere in my mind I don't mind being lost.
The tone of the melody of the song I think I think.
Tepantarer straits peroi form of words,
the way to take away the whist-forgotten kathara
parulabanera campare know my heart is ..
When the sun falls slowly, I raise the sky and the sky to the cloud.
In the
foam of the Seven Seas, I remember going to Vesedur in the direction of the foam -
the closed door of the fairy country.



0 Comments:

Popular Posts

loading...