Kothao Amar Hariye Jawar Lyrics
Kothao Amar Hariye Jaoyar Nei Mana | Indranil Sen | Bengali Songs Rabindra Sangeet | Atlantis Music - Indranil Sen Lyrics
Singer | Indranil Sen |
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার-
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসেদূর দিশে-
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।
Somewhere in my mind I don't mind being lost.
The tone of the melody of the song I think I think.
Tepantarer straits peroi form of words,
the way to take away the whist-forgotten kathara
parulabanera campare know my heart is ..
When the sun falls slowly, I raise the sky and the sky to the cloud.
In the
foam of the Seven Seas, I remember going to Vesedur in the direction of the foam -
the closed door of the fairy country.
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার-
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসেদূর দিশে-
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।
Somewhere in my mind I don't mind being lost.
The tone of the melody of the song I think I think.
Tepantarer straits peroi form of words,
the way to take away the whist-forgotten kathara
parulabanera campare know my heart is ..
When the sun falls slowly, I raise the sky and the sky to the cloud.
In the
foam of the Seven Seas, I remember going to Vesedur in the direction of the foam -
the closed door of the fairy country.
0 Comments: