Friday, January 17, 2020

Majhe Majhe Lyrics

Majhe Majhe Tobo Dekha Pai by Borno Chakroborty | Rabindra Sangeet | Rabindra Fusion - 1 | - Borno Chakroborty Lyrics

Majhe Majhe Lyrics
Singer Borno Chakroborty
Music Borno Chakroborty
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া-পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে- দয়া না করিলে কে পারে-
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
ওহে তুমি যদি বল এখনি করিব বিষয় বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
দিব তোমার লাগি বিষয়- বাসনা বিসর্জন।


Occasionally I see why, I do not get it forever.
Why does the cloud come into the heart of the sky, not let you see?
Mohameghe does not let you see.
Blind, don't let you see.
Whenever you see the light of
the moment, you are always afraid to lose it, lose
it in the dust or lose it in the dust
.
What do you tell me, I will keep you in the drawing,
where can I find so much love, I will keep you in my heart.
Who can
do it if you can not do it without mercy - if you do not come, you can put it in your heart.
And I will not look at anyone else, and I will do it oh my life oh
if you tell me right now the desire is to abstain.
Div Shri Charan Subject - Div Occasionally Subject - Div
Your Subject Matter - Abandonment of Desire.


0 Comments:

Popular Posts

loading...