Kotobar Vebechinu Lyrics
Kotobaro Bhebechinu Lyrical | Babul Supriyo | Rabindrasangeet - Babul Supriyo Lyrics
Singer | Babul Supriyo |
কতবার ভেবেছিনুআপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি-
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
How many times you think you
will forget your heart and open your eyes.
When caught on foot
, Kahib Prakash secretly loved you, Sakha, how much I love.
Where are you the god of heaven, how can
you talk about love?
I think far away in the heart of the thought of being
alone forever - no one
will know Moore's deep romance, no one
will see my tears.
When you come to clean today,
how much do you love the light?
0 Comments: