Sunday, January 5, 2020

Mon Janona - Asur English Lyrics

Mon Janona Lyrics (মন জানো না) Asur | Jeet | Abir | Nusrat - Ujjaini Mukherjee & Shovan Ganguly Lyrics

Mon Janona / Ujjaini Mukherjee & Shovan Ganguly English Lyrics
Singer Ujjaini Mukherjee & Shovan Ganguly
Music Bickram Ghosh
Song Writer Sugato Guha
মন জানো না লিরিক্স - অসুর :

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে, সব ভুলে রই।

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ঐ
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।

মন জানে, তুমি মনেরই মতোন
উজান বেয়ে আসা ঢেউয়েরই মতোন।

ভাসালে কেন গো আমায়,
কেন যে ডাকে আয় চলে আয়,
কেন যে ডাকে, আয় চলে আয়।

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।

মনেরই আগুনে দিন পুড়ে যায়,
কাজ ফেলে আজ যেন উড়ে যায়।

রাঙালে কেন গো আমায়,
ভুলেছি সব তোমারই আশায়।

ভুলেছি সব তোমারই আশায় ..

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।

সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।


Mon Janona Song Lyrics In Bengali :

Amar ei ekla moner
megh soriye aaj
Anlo ke oi Agomonir saaj
Se jeno daklo abar
Mon harabar logon elo oi
Tomake dekhe sob bhule roi
Janona, janona, jano na
Tumi mon janona
Mano ki, na mano, bolo na
Tumi mon jano na

Mon Janona Lyrics from Asur :

Mon Janona Song Is Sung by Ujjaini Mukherjee And Shovan Ganguly from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Tumi Mon Jano Na Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements, Mixing and Mastering By Sayan Ganguly.


0 Comments:

Popular Posts

loading...