Friday, January 17, 2020

O Amar Desher Mati Lyrics

O Amar Desher Mati | Sarmita Dutta Biswas | Rabindra Sangeet - Sarmita Dutta Biswas Lyrics

O Amar Desher Mati Lyrics
Singer Sarmita Dutta Biswas
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরেখেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে-
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥


and the soil of my country, your ' backward head.
You are the world leader, you are the world leader.
You blend in with your body,
you blend in with
your heart, your shimmering soft statue.
Ogo mother, I was born in your lap, death is in your chest.
Your 'joy in my sadness.
You put food in your mouth,
you add to the cool water,
you are the mother of all.
O mother, you have eaten many, many mothers -
yet you know what or who gave you the mother! I was born in
vain,
I spent the day in the house -
you gave me strength in vain.


0 Comments:

Popular Posts

loading...