Pagla Hawar Badol Dine Lyrics
Pagla hawar badal deene - Shreya Ghoshal, Nachiketa Chakraborty Lyrics
Singer | Shreya Ghoshal, Nachiketa Chakraborty |
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে।।
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।
Crazy on a cloudy day,
my mind wakes up.
There is no way out of the circle where
there is no ray .
In the face of the room, no matter what day he
will not go back, he will not go - the
walls are broken.
On a rain-
soaked evening, I was chanting a ballram in my dreams, dancing and drunk
.
I do not want
what I want , I do not want to get anything.
I can't get it, I don't get it
.
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে।।
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।
Crazy on a cloudy day,
my mind wakes up.
There is no way out of the circle where
there is no ray .
In the face of the room, no matter what day he
will not go back, he will not go - the
walls are broken.
On a rain-
soaked evening, I was chanting a ballram in my dreams, dancing and drunk
.
I do not want
what I want , I do not want to get anything.
I can't get it, I don't get it
.
0 Comments: