Shudhu Tomar Bani Noy Go Lyrics
Shudhu Tomar Bani-Rabindra Sangeet - Shaan Lyrics
Singer | Shaan |
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥
just your word, O friend, my dear,
occasionally give life to you. Speak to you about the
exhaustion of all the way,
how to satisfy my thirst all day, that I cannot find direction
- full of Aadhaar.
The heart wants me to give, not just to take, but to
carry what he has stored up.
Hand it over, give it a go - I
'll catch it on the wire, on the cable, with it,
I'll walk the lonely path.
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥
just your word, O friend, my dear,
occasionally give life to you. Speak to you about the
exhaustion of all the way,
how to satisfy my thirst all day, that I cannot find direction
- full of Aadhaar.
The heart wants me to give, not just to take, but to
carry what he has stored up.
Hand it over, give it a go - I
'll catch it on the wire, on the cable, with it,
I'll walk the lonely path.
0 Comments: