Tomar Khola Hawa Lyrics
Khola Hawa | Somlata & The Aces | Rabindra Sangeet | Somlata Acharyya Chowdhury - Somlata Acharyya Chowdhury Lyrics
Singer | Somlata Acharyya Chowdhury |
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥
Your open air is broken and
I'm ready to sink, I'm ready to sink.
In the morning I went to meet, go to the afternoon,
do not go back and date, do not tie and close to the cool.
In the middle of the night I wake up all night,
just playing with the waves.
I'll do it in the storm, don't be afraid to
give it to your eyebrows , Ogo, I'll survive the storm.
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥
Your open air is broken and
I'm ready to sink, I'm ready to sink.
In the morning I went to meet, go to the afternoon,
do not go back and date, do not tie and close to the cool.
In the middle of the night I wake up all night,
just playing with the waves.
I'll do it in the storm, don't be afraid to
give it to your eyebrows , Ogo, I'll survive the storm.
0 Comments: