Friday, January 17, 2020

Bhalobeshe Shokhi Lyrics

Bhalobeshe Sokhi Nivrite Jotone by Mahtim Shakib | Rabindranath Tagore | Music Video 2019 | GaanBox - Mahtim Shakib Lyrics

Bhalobeshe Shokhi Lyrics
Singer Mahtim Shakib
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার
চরণ মঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি, তোমার
প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী, তোমার
কনক কঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো, তোমার
অলক বন্ধনে।
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো, তোমার
ললাট চন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো, তোমার
অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবন মরণ
টুটিয়া লুটিয়া নিয়ো, তোমার
অতুল গৌরবে।।


in love, as
you write my name in
the temple of your mind. Learn the rhythm of the
music that I play on
your
feet.
Hold
my bird in front of the
courtyard , in the courtyard of your palace.
Think of it, please keep the
rakhi in my hand, your
bracelet on your bracelet. Forget
one of my clutches
, in your
closet.
Recall
a point in my remembrance of auspicious Sindar , in your
Lalat Chandan. Put the
sweetness of my mind
, your
limbs in Saurabh.
My life and death will be
broken, you will be glorified


0 Comments:

Popular Posts

loading...