Friday, January 17, 2020

Mor Priya Hobe Esho Rani Lyrics

Susmita Goswami | Mor Priya Hobe Eso rani | Nazrul Geeti - susmita goswami Lyrics

Mor Priya Hobe Esho Rani Lyrics
Singer susmita goswami
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।।


More Priya will be the queen god in search of flowers in
the ear of the third flower of the moon.
In the voice of your parabo girl
goose-rows of mistress
lightning inner ribbon tied cloud color came hair.
With sandalwood sandalwood,
makhab gets red color from your rainbow and you get alta parabo.
With seven melodies of my song,
your home secretary Priya.
My poem is surrounded by you.


0 Comments:

Popular Posts

loading...