Shokatore Oi Kadiche Shokole Lyrics
SOKATORE VIDEO SONG | RABINDRASANGEET | POSTO | BENGALI FILM 2017 - posto Lyrics
Singer | posto |
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।
Weeping That Morning Everyone, Listen Father.
Say hello to your ear, listen to the goodness of your life.
There is little hope of living, always thinking.
Anything that gets lost, doesn't mean comfort.
Dise dise katare go-around happiness
mirage in the desert to handle ..
At dusk, dusk comes, it comes in the evening
- weep, then weird, mind, trembling.
What will happen, world president, where there is peace -
give you, give hope, come to you.
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।
Weeping That Morning Everyone, Listen Father.
Say hello to your ear, listen to the goodness of your life.
There is little hope of living, always thinking.
Anything that gets lost, doesn't mean comfort.
Dise dise katare go-around happiness
mirage in the desert to handle ..
At dusk, dusk comes, it comes in the evening
- weep, then weird, mind, trembling.
What will happen, world president, where there is peace -
give you, give hope, come to you.
0 Comments: