Friday, January 17, 2020

Tumi Kon Kanoner Ful Lyrics

Tumi Kon Kanoner Phool | Iman Chakraborty | Shwapnil Shojib | Rabindra Sangeet | Official Video - Iman Chakraborty and Shwapnil Shojib Lyrics

Tumi Kon Kanoner Ful Lyrics

Singer

Iman Chakraborty and Shwapnil Shojib
Music    Indrajit Dey, Shovan Ganguly

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা॥
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা॥
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা॥


You are the flower of which canon, which is the star of the sky .
Where did I see you dreaming?
I forgot when you sang, wanted to draw.
Only those stars that are awake in the mind.
You don't talk, you go away.
In the light of this moon you laugh.
I look forward to the moon in the bedroom , 
to the sweet soul, two stars that are as sharp as your eyes.


0 Comments:

Popular Posts

loading...