Friday, January 17, 2020

Tumi Ki Keboli Chobi Lyrics

TUMI KI KEBOL ECHOBI-RABINDRASANGEET-SRIKANTO ACHARYA. - Bratati Bandopadhyay Lyrics

Tumi Ki Keboli Chobi Lyrics

Singer  Bratati Bandopadhyay

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥


Are you just a picture, just writing in the pot?
That distant nebula
who has crowded the nest of the sky,
those who walk in the
light of the night, the astronauts, are the rabbi,
are you not true like them?
Alas, you are the only picture.
You are not in front of
Nayan , you have taken that place in the middle of Nayan - Aaji so
Shyam in Shyam, you are in blue.
I have found the perfect match in his heart.
Nahi knows, nobody knows -
tune in the song,
you
are the poet in the heart of the poet - no picture, no picture, no picture.



0 Comments:

Popular Posts

loading...